রবিবার, ০৭ Jul ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেই নির্বাচনী মাঠে অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ঘুমধুমের ফকির পাড়ায় আবু ছিদ্দিকে’র নেতৃত্বে পাহাড় কর্তন সিলেটে চালের বাজার লাগামহীন,লাফি-লাফি বাড়ছে চালের দাম দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নি’হত ৪ উখিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় গাছটি রাজাপালং ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৫ জন সিরাজগঞ্জ রায়গঞ্জে ১৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক ঘুমধুমে পানিবন্দী মানুষের পাশে ছাত্রনেতা শাহনেওয়াজ চৌধুরী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধ্বসে নি’হ’ত ২ বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
রাজাপালং ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৫ জন

রাজাপালং ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৫ জন

হুমায়ুন কবির জুশান, উখিয়া ◼️

আগামী ২৭ জুলাই উখিয়া রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উখিয়া টেকনাফের বর্তমান সাংসদ শাহিন আক্তারের বড় ভাই ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদির আস্থাভাজন হিসেবে খ্যাত অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, তারই আপন চাচা আব্দুল মালেক চৌধুরী, আরেক আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম কন্টাক্টর, সাবেক উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন ও রাজাপালং ইউনিয়নের চারবারের সফল চেয়ারম্যান শাহকামাল চৌধুরীর সুযোগ্য সন্তান সাদমান জামী চৌধুরী প্রার্থী হয়েছেন।

বৃহস্পতিবার ( ৪ জুলাই) বেলা ১২টা থেকে ৩টার মধ্যে এই নির্বাচনে অংশ গ্রহণ করতে নির্বাচন কমিশন অফিসে গিয়ে উপরোল্লেখিত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী উখিয়া উপজেলা পরিষষদ নির্বাচনে অংশ গ্রহণ করায়েইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই শূন্য পদে বিজয় ছিনিয়ে আনতে চলছে ৫ হেভিওয়েট প্রার্থীর মধ্যে তুমুল লড়াই। শুক্রবার (৫ জুলাই) চাছাই-বাছাই রয়েছে।

নির্বাচন কমিশন মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, ফরিদুল আলম, সাদমান জামি চৌধুরী, মকবুল হোসেন মিথুন ও আব্দুল মালেক চৌধুরী। আগামী ২৭ জুলাই উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।

মনোনয়নপত্র জমা শেষে মকবুল হোসেন মিথুন বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তিনি প্রার্থী হয়েছেন। আব্দুল মালেক চৌধুরী সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রত্যেকে জানিয়েছেন জনগণের সেবায় তারা কাজ করবেন। নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন।

অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী সাংবাদিকদের বলেন, উখিয়াকে মাদকমুক্ত করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাদমান জামী চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকা কুতুপালং ও ফলিয়াপাড়া কেন্দ্রসহ ৫টি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানান।

কন্টাক্টর ফরিদুল আলম বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উখিয়া-টেকনাফ ছাড়া কক্সবাজারের অন্যান্য উপজেলা থেকে নির্বাচনের দায়িত্ব পালনকারীদের পুলিং অফিসারসহ অন্যান্যদের দায়িত্বে রাখার দাবি জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions