বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নগদ অর্থ পুরষ্কার পেলেন এস আই মোঃ আরিফুল ইসলাম

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১

স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়(অক্টোবর -২০২১) মাসের নগদ অর্থ পুরষ্কার অর্জন করেন শাজাহানপুর থানার এস আই মো: আরিফুল ইসলাম

(৭ নভেম্বর ) রবিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর
সভাপতিত্বে সভায় সকল পর্যায়ের পুলিশ সদস্যদের নানাবিধ সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার, বগুড়া পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের আইজিপি’র উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে পুলিশ সুপার বগুড়া সকল পুলিশ সদস্যের আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে কাজ করার আহ্বান জানান।
অক্টোবর ২০২১ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য বগুড়া জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ক্রেস্ট ও অর্থ পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

এছাড়া কল্যাণ সভায় সদ্য অবসরপ্রাপ্ত ০৩ জন পুলিশ সদস্যকে বিদায় সম্বর্ধনা জানানো হয়।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে অক্টোবর ২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন বগুড়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।

এ বিষয়ে শাজাহানপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, চৌকস কার্য সম্পাদন এবং ভাল কাজের স্বীকৃতি স্বরুপ শাজাহানপুর থানার তিনজন অফিসার অক্টোবর /২০২১ মাসে পুলিশ সুপার মহোদয়ের নিকট হতে পুরষ্কার গ্রহণ করেছে। পুরষ্কার কাজের গতিকে বৃদ্ধি করে এবং ভাল কাজের অনুপ্রেরণা যোগায়।ভাল কাজের স্বীকৃতি দেওয়ার জন্য তিনি পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷

সীমান্তবাংলা/রম/০৭ নভেম্বর ২০২১