খুলনা নগরের দৌলতপুর এলাকায় একই দিনে দুই বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা দুই বাড়িতে এলোপাথাড়ি গুলি করে জানালার কাচ ভেঙে দিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরের দিকে মহেশ্বপাশা এলাকার মো. মেহেদীর বাড়ি ও কার্ত্তিককুল এলাকার মো. মহসিন শেখ লিটুর বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মহসিন কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন আর মেহেদী রড-সিমেন্টের ব্যবসায়ী। ঘটনার সময় মেহেদীর বাড়িতে কেউ ছিল না।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৫টা ৩৯ মিনিটে পরপর চারটি মোটরসাইকেল এসে থামে মো. মেহেদীর বাড়ির সামনে। এরপর সশস্ত্র সন্ত্রাসীরা অনেকটা ফিল্মি স্টাইলে পালাক্রমে গেটের গ্রিলের ফাঁক দিয়ে পিস্তল ঢুকিয়ে ভেতরের দিকে একের পর এক গুলি করতে থাকে। এক মিনিটের মধ্যে বেশ কয়েকটি গুলি করার পর আবার মোটরসাইকেল নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে চলে যায় তারা। এর কিছুক্ষণ আগে মেহেদীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মহসিন শেখের বাড়িতেও একইভাবে হামলার ঘটনা ঘটে।
একই দিনে দুই বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেন ও কী কারণে কারা হামলা করেছে, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. তাজুল ইসলাম বলেন, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।