সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

যমুনা টেলিভিশন / ৩৪ জন পড়েছে
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

দিনাজপুর কাহারোল উপজেলায় মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া চারজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মর্জিনা (৫০), সাবিহা (১৫), সারজিনা (৪০) ও এক শিশু। তারা সবাই সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতুইর গ্রামের একই পরিবারের সদস্য।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে কুতুইর গ্রামের মকবুল হোসেনের পরিবারের ৯ জন সদস্য ইজিবাইকে করে কান্ত নগর মেলায় যাচ্ছিলেন। একপর্যায়ে গম গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছলে ঠাকুরগাঁও থেকে দ্রুতগামী একটি মিনি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে আহত অবস্থায় চালকসহ ছয়জনকে উদ্ধার পাশের হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার ফলে দিনাজপুর ১০ মাইল হয়ে পঞ্চগড় ও রংপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর