বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে স্মারকগুলো সই হয়।
দুই সমঝোতা স্মারকের মধ্যেপ্রথমটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এবং অপরটি ভুটান এবং বাংলাদেশ সরকারের মধ্যে। এতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান সই করেন।