বৃহস্পতিবার, ০৪ Jul ২০২৪, ১০:২২ অপরাহ্ন

টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ভয়ঙ্কর আইসক্রিস্টাল মেথ সহ ১ রোহিঙ্গা মাদক কারবারি আটক

টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ভয়ঙ্কর আইসক্রিস্টাল মেথ সহ ১ রোহিঙ্গা মাদক কারবারি আটক

 

নিজস্ব প্রতিনিধি ;
র‌্যাব কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার অলিয়াবাদ মেরিনড্রাইভ রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত অবস্থায় ৩ কেজি ভয়ঙ্কর মাদক আইস ক্রিষ্টাল ম্যাথসহ ১ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব -১৫।

আজ ১ অক্টোবর ২০২১ বেলা আনুমানিক ৩ টার সময় র‍্যাবের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেলেও অপর আসামী আব্দুল লতিফ (৬৪) (রোহিঙ্গা) কে আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে
আটক আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৩ (তিন) কেজি ভয়ঙ্কর
মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় তিন কোটি টাকা। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে বেশ কিছুদিন যাবত বিভিন্ন কায়দায়
মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম চলমান।

সীমান্তবাংলা / ১ অক্টোবর ২০২১

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions