সোমবার, ২৪ Jun ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
উল্লাপাড়ায় মাইক্রোবাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক নি’হ’ত। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘ’র্ষ, আহত ৪ ঘুমধুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ সেন্টমা‌র্টিন দ্বীপ নি‌য়ে বাকযুদ্ধ – মেজর না‌সিরু‌দ্দিন(অব) পিএইচ‌ডি রা‌সেল ভাইপার সা‌পের কাম‌ড়ে আক্রান্ত কৃষক এখ‌নো সুস্থ  রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের এক ছাগল কিনেই বেরিয়ে এলো মতিউর-লাকী দম্পতির থলের বেড়াল ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া টাইগাররা প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লী পৌঁছেছেন
টেকনাফে ১ যুবককে কুপিয়ে হত্যা 

টেকনাফে ১ যুবককে কুপিয়ে হত্যা 

ভ্রাম‌্যমান প্রতি‌নি‌ধি ■  কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ রাস্তার মাথা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন।

নিহত রেজাউল করিম (৩২) ওই ইউনিয়নের মিস্ত্রি পাড়া বাসিন্দা মৃত হামিদ হোসেনের ছেলে। নিহতের মামা মোহাম্মদ আয়াছ বলেন, ‘জমি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সকালে মামলায় হাজিরা দিতে কক্সবাজার যাওয়ার উদ্দেশে আমি, শাহ এমরান, নুর করিম ও রেজাউল করিম চারজন মিলে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে করে রওনা হই। এক পর্যায়ে আমাদের গাড়িটি শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা এলাকায় পৌঁছালে উত্তরপাড়ার বাসিন্দা এনামুল হকের ছেলে মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, লম্বা কিরিচ ও লোহার রড নিয়ে ইজিবাইকের গতিরোধ করে।’

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে প্রাণ রক্ষার্থে রেজাউল করিমসহ চারজন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে ধাওয়া করে রেজাউল করিমকে ধরে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।’

মোহাম্মদ আয়াছ বলেন, স্থানীয়রা আহত রেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কাকন বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি ওসমান বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার পাশাপাশি প্রতিপক্ষের লোকজনের উপর হামলার মামলায় রেজাউল করিম প্রধান আসামি ছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটে।

তিনি বলেন, তারপরও খুনের ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

রিমন/সী’বা/১৪ জুন

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions