সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

হারুন অর রশিদ উখিয়া কক্সবাজার / ২৩ জন পড়েছে
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

‎২২ (নভেম্বর) শনিবার সকাল ১০.০০ ঘঠিকার সময় পর্যটন নগরী কক্সবাজারের জোয়ারিয়ানালা উচ্চ বিদ্যালয়ে সর্ব প্রথম ইঞ্জিনিয়ার খাইরুল আমিন শামিম (চেয়ারম্যান পদপ্রার্থী জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ) এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‎ইঞ্জিনিয়ার খাইরুল আমিন শামিম বলেন, আজ জোয়ারিয়ানালা ইউনিয়নে অনুষ্ঠিত বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্পে মোট ৩২৮ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে ৩৮ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। “আলহামদুলিল্লাহ” তাদের জানানো যাচ্ছে—
‎মঙ্গলবার, ২৫ (নভেম্বর) ২০২৫ সকাল ৭:০০ টা,জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বাসযোগে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে, ইনশাআল্লাহ। লিস্টে থাকা রোগীদের সাথে কারো পরিচয় থাকলে তাদের বিষয়টি জানিয়ে দিন এবং সময়মতো পাঠানোর অনুরোধ রইলো।

‎তিনি আরো জানান, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি,এই মানবিক কাজে পাশে দাঁড়ানো আমার সবচেয়ে কাছের মানুষদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা-আমার মা–বাবা, সহধর্মিণী,আমার এলাকার বন্ধুগণ এবং সকল শুভাকাঙ্ক্ষী তাদের দোয়া, মানসিক শক্তি এবং অকৃত্রিম সমর্থন আমাকে প্রতিটি মানবিক উদ্যোগ নিতে অনুপ্রেরণা দেয়। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

‎” বিশেষ ধন্যবাদ ও সম্মাননা” জোয়ারিয়ানালা ইউনিয়নের বর্তমান (রানিং) ইউপি চেয়ারম্যান মহোদয় মানবসেবায় তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনা সত্যিই অনন্য।জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং বিদ্যালয়ের সকল স্টাফ, যাদের সহযোগিতায় ক্যাম্প পরিচালনা সহজ হয়েছে। স্থানীয় মেম্বারবৃন্দ (আমার শ্রদ্ধেয় জ্যাঠাতো ভাই এর প্রতি স্পেশাল কৃতজ্ঞতা সরাসরি এসে উৎসাহ দেয়ার জন্য) রোগীদের সহায়তা, ব্যবস্থাপনা ও উপস্থিতি নিশ্চিত করতে তাদের অবদান প্রশংসার দাবিদার।

‎জোয়ারিয়ানালা সেচ্ছাসেবক টিম — আজকের সফলতার মূল ভিত্তি রোগী নেওয়া–আনা, রেজিস্ট্রেশন, লাইনে দাঁড় করানো, সিলেকশনসহ প্রতিটি জায়গায় তাদের ভূমিকা ছিল অসাধারণ।
‎তারা আমাদের ইউনিয়নের গর্ব। স্থানীয় যুবক ভাইয়েরা বয়স্ক রোগীদের সহায়তা, মাঠ ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় আজ তারা সত্যিই প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

‎AWARD বাস্তবায়নকারী সংস্থা। তাদের প্রফেশনাল সহায়তা ছাড়া এ ধরনের সেবা বাস্তবায়ন করা সম্ভব নয়।

‎তিনি আরো জানান,ফেসবুকে আজকের কার্যক্রম শেয়ার করে মানুষকে আসতে উৎসাহ দিয়েছেন, যারা আপনাদের অনলাইন সহযোগিতা রোগীর ভিড় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
‎*বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি* সাঁদেদ মোহাম্মদ এর প্রতি।

‎আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। মানুষের কল্যাণে আগামীতেও একসাথে থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর