চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন প্রতীক বরাদ্দ, মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। এরই মধ্যে পোস্টার টানানো শুরু হয়েছে। পৌরসভার অলিতে-গলিতে চলছে জোরকদমে মাইকযোগে প্রচার অভিযান।

ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল প্রতীক বরাদ্দ। এ দিন সকালে জেলা নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়।

এবারের নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র মো. মোখলেসুর রহমান দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়বেন। অন্য তিনজন স্বতন্ত্র। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন মোবাইল ফোন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নারিকেল গাছ ও ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ (গতকাল সোমবার) সব প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২ নভেম্বর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনে মেয়র পদে ৪ জন, ১৫টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৭ জন এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মোতাওয়াক্কিল রহমান আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন।

এদিকে প্রতীক বরাদ্দ পেয়ে জেলা নির্বাচন অফিস থেকে বেরিয়ে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। পৌরসভার বিভিন্ন স্থানে প্রার্থীর সমর্থকরা পোস্টার টানাতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে মাইকযোগে ভোট চেয়ে প্রচারও শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে প্রতীক নিয়ে শোডাউন করছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীর অনুসারীরা।

আগামী ৫ বছরের জন্য কে মেয়র এবং কারা কাউন্সিলর নির্বাচিত হবেন, তা জানতে পৌরবাসীর চোখ এখন ২ নভেম্বরের দিকে।

সীমন্তবাংলা/রম/১৮ অক্টোবর ২০২১