চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মোস্তফার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকাল মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। (ইন্নাল্লিলাহে ওয়া ইন্না ইলাহির রাজেউন)।

তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামের মৃত নাদার হোসেনের ছেলে। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন থেকে তিনি ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শুক্রবার বিকাল ৫টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বীর নেতৃত্বে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান ও এস.আই আব্দুল বাসির সহ পুলিশের চৌকস দলের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যদা প্রদান করা হয়। বাদ মাগরিব পারচৌকা রাঘববাটি সরকারী গোরস্থানে মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে দাফন করা হয়।

তাঁর জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার জোবদল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

সীমান্তবাংলা/রম/৩০ অক্টোবর ২০২১