ঘুমধুম পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২

 

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন’র সার্বিক দিক নির্দেশনায়, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানা’র তত্বাবধানে তদন্ত কেন্দ্রের এসআই আল আমিন ও সঙ্গীয় ফোর্স ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোঃ আয়াজ (২৫) ও জাফর আলম (৩২) নামের দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে।

বুধবার সন্ধ‌্যা সাড়ে ৬টায় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন,কক্সবাজার- টেকনাফ সড়কের বিপরীতে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপরে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এ দুই রোহিঙ্গা যুবককে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল‌্য ৮ লাখ ,৪০ হাজার টাকা।ধৃতরা হলো,উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক‌্যাম্প-১’র সি-২, ব্লক-জি’র হেড মাঝি মোঃ আয়াজ ও শেড মাঝি নুর কবিরের অধিনস্থ দিল মোহাম্মদের ছেলে জাফর আলম (৩২), যার এফসিএন নং- ১৫৩৪৪৯ ও একই শেডের রশিদ উল্লাহর ছেলে মোঃ আয়াজ (২৫),যারএফসিএন নং- ১৪৭৩৪৬।

এ প্রসঙ্গে নাইক্ষ‌্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন সত‌্যতা নিশ্চিত করে বলেন ইয়াবাসহ আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।

সীমান্তবাংলা / ১০ ফেব্রুয়ারী ২০২২