রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

গ্রিন ডিজিটাল ডেটা সেন্টার নির্মাণে এডিবির সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, সীমান্তবাংলা / ৩৩১ জন পড়েছে
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো গ্রিন বা পরিবেশবান্ধব ডেটা সেন্টার তৈরির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি), বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এডিবির সাথে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর কনফারেন্স রুমে সমঝোতা স্মারক সই হয়।

পিপিপিএ’র মহাপরিচালক (অর্থ ও প্রশাসন) একেএম আবুল কালাম আজাদ, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পিটিডি’র অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. মুশফিকুর রহমান, পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং দক্ষিণ এশিয়ার এডিবি মহাপরিচালক তাকিও কোনিশি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক এই ডেটা সেন্টারটি চট্টগ্রামের কাছে বিটিসিএলের মালিকানাধীন একটি স্থানে স্থাপন করা হবে। ডেটা সেন্টারটি আন্তর্জাতিক মান বজায় রেখে ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য সর্বাধিক প্রাপ্যতা এবং পরিচালনাগত স্কেলেবিলিটি নিশ্চিত করবে। নবায়নযোগ্য জ্বালানি দ্বারা চালিত এই সেন্টারটি সরকারি ও বেসরকারি খাতের উদ্যোগগুলোকে বাণিজ্যিক কোলোকেশন পরিষেবা প্রদান করবে এবং বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পূরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর