শুক্রবার, ০৫ Jul ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

গরু বিক্রির টাকা হাতিয়ে নিলেন অজ্ঞান পাটি

গরু বিক্রির টাকা হাতিয়ে নিলেন অজ্ঞান পাটি

 

কামরুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. ওসমান নামে এক ব্যক্তির কাছ থেকে বর্গায় একটি গরু নিয়েছিলেন স্থানীয় আজিম নামের এক যুবক। সে গরু গতকাল মঙ্গলবার (২৭ জুন) এক লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করেন মোহাম্মদ আজিম (৩৫)। আজ বুধবার (২৮ জুন) সেই গরু বিক্রির টাকা মালিককে দিতে ঘর থেকে বের হন তিনি। কিন্তু পথেই তাকে আহত করে সেই টাকা কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা মলম পার্টির কবলে পড়েছেন তিনি।
আজিমের বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিবাশি স্কুলের সামনে। তিনি স্থানীয় নুর হোসেনের ছেলে। আজিম পাশের গ্রাম শিলাইগড়ার মো. ওসমানকে টাকাগুলো দিতে যাওয়ার পথে এ ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার সময় আনোয়ারা সদরের সাদ মুছা শিল্প পার্কের সামনে আহত অবস্থায় পড়ে থাকেন আজিম। একটু একটু কথা বলতে পারছিলেন তিনি। লোকজন তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন তিনি লোকজনকে জানান তার কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে কে বা কারা।
আহত আজিমের পিতা নুর হোসেন বলেন, ‘আমার ছেলে গরু বিক্রির এক লাখ ৭৫ হাজার টাকা মালিককে ফেরত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এ ঘটনার শিকার হয়েছে।’
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাথী দেবী বলেন, ‘আহতের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘আহত ব্যক্তি কথা বলতে পারছিল না। তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মলম পার্টির কবলে পড়েছেন। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions