সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

খুটাখালী বন বিভাগের সংরক্ষিত এলাকায় গুলি করে হাতি হত্যা

সীমান্তবাংলা ডেস্ক: / ৭১ জন পড়েছে
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বিটের কালাপাড়া বন বিভাগের সংরক্ষিত এলাকায় একটি হাতিকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে।

গতো ৬ নভেম্বর শুক্রবার বেলা ২ টার দিকে গুলিবিদ্ব হাতিটির মরদেহ মাটিতে পুতে রাখা অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা। ৮ নভেম্বর রোববার বিকালে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

প্রত্যক্ষদর্শীর মতে হাতিটির শরীরে গুলির চিহ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার ধানক্ষেত মালিকেরা হাতিটিকে গুলি করে হত্যার পর মাটিতে পুতে রাখে।

এ বিষয়ে ফুলছড়ি রেঞ্জের বন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবু জাকারিয়া জানান, খবর পেয়ে তারা শনিবার ঘটনাস্থলে যান। দুর্গম এলাকা হওয়ায় ওই দিনই পশু চিকিৎসককে ঘটনাস্থলে নেওয়া সম্ভব হয়নি। রোববার মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করে পুনরায় সেটিকে মাটির গর্তে পুঁতে ফেলা হয়।

এই হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যারা হাতিটি হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা।

( সীমান্তবাংলা/ শা ম/ ১০ নভেম্বর ২০২০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর