কুতুপালং বাজার জামে মসজিদে দু’টি এসি প্রদান করলেন ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২

 

এম. এ. রহমান সীমান্ত ঃ

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপির কুতুপালংয়ে মৈালবী বখতিয়ার আহমদ মেম্বার প্রতিষ্ঠিত কুতুপালং বাজার জামে মসজিদের মুসল্লীদের সুবিধার্থে ২টি ২টন ওজনের (শীতাতপ নিয়ন্ত্রিত)এসি হস্তান্তর করেছেন মৌলবী বখতিয়ার আহমদ মেম্বার’র সুযোগ্য তনয়, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।তিনি ৩০ মার্চ উক্ত সকালে মসজিদের খতীবের নিকট এসব এসি হস্তান্তর করেন।
এসময় কুতুপালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডা.জহির আহমদ,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সওদাগর, সমাজ সেবক রফিক আহমদ,কৃষকলীগ নেতা আবদুর রহিম চাষী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার বলেন,আমার বাবা এই জনপদের মাটি ও মানুষের কল্যাণের পাশাপাশি একজন ধর্মভীরু মানুষ হিসেবে অসংখ্য মসজিদ- মাদ্রাসা প্রতিষ্ঠায় ভুমিকা রাখেন।বাবার পদাঙ্ক অনুসরণ করে,বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়নে আমিও বাবার মত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

সীমান্তবাংলা / ৩০ মার্চ ২০২২