কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের অভিযানে ৯৯৫০ পিচ ইয়াবাসহ ১ জন আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ পূর্ব ডিগলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে
গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক
বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ পূর্ব ডিগলিয়ার জনৈক ছৈয়দ আকবরের বসত ঘরের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ
আভিযানিক দল (২৯ মার্চ ২০২১) আনুমানিক ১২.৪০ মিনিটে উপরোক্ত স্থানে পৌঁছালে
র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী
আবু তালেব রুবেল (২৯), পিতা-সৈয়দ আকবরকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক
আসামীর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে
দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবাংলা/ শা,ম/ ৩০ মার্চ ২০২১