উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক এক রোহিঙ্গা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএন পুলিশের একটি দল।১০ সেপ্টেম্বর রাত
১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ধৃত মাদক কারবারি ছৈয়দ আলম(৩৪) ক্যাম্প-২ ইস্ট’র আশ্রিত রোহিঙ্গা মৃত আলী আহামদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইম উল হক।
তিনি জানান, গোপন সংবাদের সুত্রে ১ রোহিঙ্গা শরণার্থীর বসতঘরে মাদক (ইয়াবা) রয়েছে। সংবাদের সুত্রেই সহকারী পুলিশ সুপার,এ,কে,এম এমরানুল হক মারুফ ( ক্যাম্প কমান্ডার)’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক হরেন্দ্রণাথ সরকার (পিপিএম), এসআই (মোঃ রিপন মিয়া এবং সঙ্গীয় ফোর্স উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ধৃতের বসতঘরের দরজার সাথে লাগানো ভেতরে বেড়ার সাথে ঝুলানো অবস্থায় একটি কালো পলিথিনের ব্যাগে কাগজে মোড়ানো অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,১৪ এপিবিএন’র অধিনায়ক (এসপি) মো. নাইম উল হক।

সীমান্তবাংলা / ১০ সেপ্টেম্বর ২০২১