সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

উখিয়ায় যোগদান করলেন নতুন ইউএনও নিজাম উদ্দীন আহমেদ

সীমান্তবাংলা ডেস্ক: / ৭৬ জন পড়েছে
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

আবু তাহের, উখিয়া ঃ কক্সবাজারের উখিয়াতে নতুন নিয়োগ পাওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজামুদ্দীন আহমদ (১৭৫৮৪) যোগদান করেছেন। বুধবার ৩০ সেপ্টেম্বর পূর্বাহ্নে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এ সময় উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান সেখানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এর কার্যালয়ের গোপনীয় শাখার প্রধান সহকারী ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও নিজামুদ্দীন আহমদ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এরপর একইদিন অপরাহ্নে উখিয়ার নবাগত ইউএনও নিজামুদ্দীন আহমদ ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান থেকে দায়িত্ব বুঝে নেন। উখিয়ার নতুন ইউএনও নিজামুদ্দীন আহমদ কুমিল­া জেলার বাসিন্দা। তাঁর শ্বশুর বাড়ি চট্টগ্রামে।

গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক ১৯৬ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে নিজামুদ্দীন আহমদ সহ ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়।

উখিয়ার সদ্য বিদায়ী ইউএনও মোঃ নিকারুজ্জামান গত ২৪ সেপ্টেম্বর উখিয়াতে শেষ কর্মদিবস অতিবাহিত করেন এবং উখিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান’কে তিনি ইউএনও এর দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেন। মোঃ নিকারুজ্জামান ২০১৭ সালের ১৫ অক্টোবর উখিয়ার ইউএনও হিসাবে দায়িত্ব নিয়েছিলেন।

এর আগে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে বৈদেশিক মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য মোঃ নিকারুজ্জামান (১৬৮১১) সহ ৬০ জন কর্মকর্তা মনোনীত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস.এম আবদুল­াহ আল মামুন গত ১৩ আগস্ট ১৫০ নম্বর স্মারকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করেন। মোঃ নিকারুজ্জামান যুক্তরাজ্যের বিখ্যাত উচ্চতর বিদ্যাপীট ইউনিভার্সিটি অব রিডিং এ পাবলিক পলিসি (ফুল টাইম) বিষয়ে মাস্টার্স করবেন। তিনি আগামী ৪ অক্টোবর রোববার যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানযোগে বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর