উখিয়ায় ধারালো অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২

এম. এ. রহমান সীমান্ত :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-৭ থেকে ধারালো দা সহ ৫ দুষ্কৃতকারী রোহিঙ্গা আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র নৌকার মাঠ ক্যাম্প পুলিশ।২১ ফেব্রুয়ারী দিবাগত রাতে ক্যাম্প-৭’র ব্লক-জি-৭’র পাহাড়ের নিচে পরিত্যক্ত একটি ঘরে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

নৌকার মাঠ ক্যাম্প পুলিশের অপারেশন অফিসার আবদুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধৃতরা হলো,মো: আরাফাত উল্লাহ (২৫), পিতা-মো: আইয়ুব, মাতা-মৃত রাজু, ক্যাম্প-২০, ব্লক-এম/২১, এফসিএন নং- ৩০১৬২৭, হেড মাঝি- নূর মোহাম্মদ, সাব মাঝি- মোস্তাক কামাল,মো:- জোবায়ের (৩১), পিতা-মো: আয়ুব, মাতা- ফিরোজা, ক্যাম্প-২০, ব্লক এম/২১, এফসিএন নং- ২৮৬৬৬৪, সাব মাঝি-মোস্তাক, হেড মাঝি-নুর মোহাম্মদ,
নূরুল হাকিম ওরপে কালা পূতিয়া (১৯), পিতা-নূর কবির, মাতা-সৈয়দা খাতুন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক- এফ, এমআরসি নং-৩৩২১৪-এ, কমিটি- মো:সেলিম,
আয়াত উল্লাহ (১৯), পিতা-আলী হোসেন, মাতা-ফাতেমা খাতুন, ক্যাম্প-৭, ব্লক-এ/৫, এফসিএন নং- ১৩৫৬৭৬, সাব মাঝি-সাইফুল ইসলাম, হেড মাঝি- জাফর আলম
ও সাবুল হক (৪৭),পিতা-মৃত সুলতান আহমদ, মাতা- বেলুয়া খাতুন, ক্যাম্প:-৪, ব্লক;এফ/১১, এফসিএন নং- ২৯৩৬৭৮, সাব মাঝি-আ: শফিক, হেড মাঝি-মাহমুদ হোসেন।

এ সংক্রান্তে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম।

সীমান্তবাংলা/তম/ ২২ ফেব্রুয়ারি ২০২২