কক্সবাজারের উখিয়া উপজেলা সদর মধ্যম স্টেশন সংলগ্ন বাজার রোডে অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত, ১০ নভেম্বর ২০২৫ ইং রোজ- সোমবার বিকেল ৩টার দিকে একটি মুদি দোকানের ভিতরে রোমের রান্নার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় মর্মে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে, উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্যে ঘটনাস্থলে পৌঁছান। বিপরীত মূখী বাতাসের গতির কারণে আগুন নিয়ন্ত্রণে নেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। স্থানীয় জনসাধারণসহ প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় শেষ করে দিয়েছে প্রায় ৫০ টির মত দোকানঘর।
এ অগ্নিকাণ্ডে মোহাম্মদ আলী (৬৫) নামের এক লেপতোশকের দোকানদার ও জামায়াতের কর্মী ঘটনাস্থলেই পুড়ে গিয়ে প্রাণ হারান। আগুণ নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করতে গিয়ে প্রায় ১০ জনের মত স্থানীয় লোকজন আহত হয়েছে বলে জানা যায়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে লোকজন জানান।
ফায়ার ডিফেন্সের লোকবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতির কারণ রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী জনতা। তবে, আগুণ নিয়ন্ত্রণে উপস্থিত ফায়ার ডিফেন্সের কোন কমতি ছিলো না। এর পরও নিয়ন্ত্রণ নিতে ২ ঘন্টার অধিক সময় পার হয়ে যায়। ফল শ্রুতিতে উক্ত আগুনের লেলিহান শিখা থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সম্ভব হয়নি। ইহাতে আগুন সুত্রপাত দোকানঘর পুড়ার সাথে মুহুর্তেই আগুণ সবখানে ছড়িয়ে পড়ে ফলে পাশাপাশি থাকা প্রায় ৫০টির মত কাপড় ও মুদির দোকান সম্পুর্ণ পুড়ে যায়।
উখিয়া থানা অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, এ আগুনে প্রায় ৫০টির মত দোকান পুড়ে গেছে এবং ঘটনাস্থলে একজন ব্যবসায়ী আগুণে পুড়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির আনুমানিক মুল্য ২০ কোটি টাকা হতে পারে।
ঘটনার পরপরই জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও জামায়াতের উখিয়া উপজেলা নায়েবে আমীর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।