উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে একশ, অবৈধ স্থাপনা উচ্ছেদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত ,উখিয়া;

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের রাস্তার পার্শ্বস্থ অবৈধভাবে গড়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ক্যাম্প প্রশাসন।

ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার সকালে লাম্বাশিয়া ক্যাম্প- ওয়াম ওয়েস্ট এর সি, ডি, ই এবং এফ ব্লকের রাস্তার পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । এতে সহায়তা করেন লম্বাশিয়া আর্মড পুলিশ ক্যাম্পের সদস্যরা।লম্বাশিয়া ক্যাম্প পুলিশের সাব ইন্সপেক্টর জানান, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে অবৈধভাবে স্থাপনা ও দোকান তৈরি করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল। এতে করে রাস্তায় যানজট সহ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এদিকে যানজট নিরসন ও জায়গা জবরদখল মুক্ত করতে স্থাপনা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন ক্যাম্প প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , ওয়ান ওয়েস্ট সিআইসির নেতৃত্বে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ওয়ান ওয়েস্টর সি,ডি,ই ও এফ ব্লকের রাস্তার আশপাশ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচলনা করে প্রায় ১০০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সীমান্তবাংলা / ১০ আগষ্ট ২০২১