উখিয়ার মরিচ্যা বাজারে ২০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১১, ২০২১

বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় র‍্যাবের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি।
মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী
মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক
বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা বাজারের দক্ষিণ ষ্টেশন এলাকার
কক্সবাজার-টেকনাফ রোডের পূর্ব পাশের ‘জাফর হার্ডওয়ার’ নামক দোকানের সামনে
মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-
১৫, কক্সবাজার এর একটি চৌকশ দল ( ১০ মার্চ ২০২১) আনুমানিক রাত ৮ টার
দিকে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক
কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। জাফর আলম (৩০) ২। মোঃ জয়নাল (৩৮) ৩। রহিম উল্লাহ (২৬), আসামীদয়কে আটক করে।
তাদের সহযোগী মোস্তাক আহম্মেদ (৪০) (সাবেক
ইউপি সদস্য), পিতা- আশরাফ মিয়া, সাং- পূর্ব গোয়ালিয়া, ০৭নং ওয়ার্ড, ইউপি-
খুনিয়াপালং, থানা- রামু, জেলা- কক্সবাজার পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত জন সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন
জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।

( সীমান্তবাংলা /২৪/ শা ম/ ১১ মার্চ ২০২১)