আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উখিয়ার ভোটার সংখ্যা নিয়ে কৌতূহল বাড়ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. মহীউদ্দীন জানান, তফসিল ঘোষণার পর ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এখনকার তালিকা প্রাথমিক ধাপের, তবুও এতে উখিয়া উপজেলার ভোটের চিত্র স্পষ্টভাবে ধরা পড়ছে।
পালংখালী ইউনিয়ন — মোট ভোটার ২৫,৫৩৫ জন। এরমধ্যে পুরুষ ১২,৯০৮ জন, মহিলা ১২,৬২৭ জন।
হলদিয়া পালং ইউনিয়ন — মোট ভোটার ৩৮,৪২৩ জন। এরমধ্যে পুরুষ ২০,০৬০ জন, মহিলা ১৮,৩৬৩ জন।
রাজা পালং ইউনিয়ন — মোট ভোটার ৪৭,৮৮৬ জন। এরমধ্যে পুরুষ ২৪,৬৬৮ জন, মহিলা ২৩,২১৮ জন।
জালিয়া পালং ইউনিয়ন — মোট ভোটার ৩৫,৬৭২ জন। এরমধ্যে পুরুষ ১৮,৪১০ জন, মহিলা ১৭,২৬০ জন, এবং হিজড়া ভোটার ২ জন।
রত্না পালং ইউনিয়ন — মোট ভোটার ২১,৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ১০,৯৭৯ জন, মহিলা ১০,৭৫৭ জন।
উখিয়া উপজেলার এই পাঁচ ইউনিয়নে বর্তমানে মোট ভোটার প্রায় ১ লাখ ৬৯ হাজারের বেশি। নির্বাচন কর্মকর্তার ভাষায়, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটারের সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। উল্লেখ্য গত ১০ অক্টোবর পর্যন্ত উখিয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭২ হাজার ৮৮২ জন।
জাতীয় নির্বাচনের ঘন্টাধ্বনি বেজে উঠার আগেই উখিয়ার রাজনৈতিক অঙ্গন এখন সরগরম—কে প্রার্থী হবেন, কার ভাগ্যে হাসবে মনোনয়ন, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।