উখিয়ার বহুল আলোচিত কিচেন মার্কেট প্রকল্প ঘিরে জনমনে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় জাইকার সহযোগিতায় ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার ২৪৯ টাকা ব্যয়ে দারোগা বাজারে পাঁচ তলা বিশিষ্ট আধুনিক কিচেন মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়া হয় গেল সরকারের আমলে।
সাবেক সাংসদ আবদুর রহমান বদি’র ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি অনুমোদন পায়। ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কাজ শুরু হয়নি।
সরজমিন ঘুরে দেখা গেছে, কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান চৌধুরী কাঁচা বাজার ও মুরগীর বাজার স্থানান্তরের জন্য কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের দেয়াল ঘেঁষে টিনশেড কিছু দোকান নির্মাণ করেছিলেন। কিন্তু মূল প্রকল্প বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, কিছু রাজনৈতিক মহল ও প্রভাবশালী মহল নির্বাচনের আগে এ প্রকল্পের কাজ শুরু না করার পাঁয়তারা করছে। তারা আশঙ্কা করছেন, বড় প্রকল্পের শতাধিক রুম বণ্টন ও ঠিকাদারি নিয়ে সুবিধা নিতে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিলম্ব ঘটাচ্ছে।
বিশ্বস্ত সূত্র জানায়, জালিয়াপালংয়ের এক প্রভাবশালী রাজনীতিক বিষয়টি বুঝতে পেরে সোনারপাড়া বাজারে প্রকল্পটি স্থানান্তরের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এতে কিছুটা অগ্রগতিও হয়েছে।
এ নিয়ে উখিয়াবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উন্নয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় স্থানীয় ব্যবসায়িরা প্রশ্ন তুলছেন, দারোগা বাজারের উন্নয়ন প্রকল্পটি গোপনে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ কার স্বার্থে? তারা বলছেন, রাজনীতিক ও ব্যবসায়ী মহলের স্বার্থে এ প্রকল্প বিলম্বিত হলে জনদুর্ভোগ বাড়বে।
উখিয়ার সচেতন মহল প্রশাসনের কাছে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবং নির্বাচনের আগে আগে বিষয়টি স্পষ্ট করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।