ইউসুফ বিন ফরিদের কবিতা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০

দরজা খোলা আজীবন
——————ইউসুফ বিন ফরিদ

এক যুগ অতিবাহিত
এখনো স্বপ্নরা কাঁদে বিরতিহীন,
পূর্ণিমাতেও অমাবস্যার অন্ধকার।

ছন্নছাড়া অবহেলিত জীবন বিষাদময়,
রূপিত প্রেমের চারায় সেচের ঘাটতি,
ভালোবাসার সেচ।

খরান্বিত মনে চর জেগেছে বালির,
তুমিহীন এবুকের লোম বিরহিত
কালো লোমে সাদা রঙের আবরণ,
তোমার স্পর্শের খরায়।

চামড়ায় যেনো বাসি রুটির খিটখিটে ছাপ,
তোমার স্পর্শের অভাব।

বয়স বুঝি বেড়েই গেলো!
চুলদাড়ি তার জ্বলন্ত প্রমাণ,
কালো গোলাপের বাগানে যেনো
হাসনাহেনা ফুটেছে।

আমি চিরতরুণ রবো
তুমি ফিরে আসবে,
মরুভূমি সতেজ হবে
পুষ্পিত আলো ছড়াবে মন বাগান।

———————২৯-১২-২০২০
—-সীমান্তবাাংলা/ ২৯ ডিসেম্বর ২০২০