শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত, নতুন ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮ ‎জোয়ারিয়ানালায় সর্বপ্রথম বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

আলীকদমে বুলুপাড়ায় বিজিবি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছেন লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী

নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ী / ৩৭ জন পড়েছে
প্রকাশ: শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

 

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর আওতাধীন দুর্গম বুলুপাড়ায় বিজিবি’র পৃষ্ঠপোষকতায় এবং অর্থায়নে বিজিবি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) ৫৭ বিজিবি’র প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও উদ্বোধন করেন অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী । এছাড়াও তিনি বিদ্যালয়ের ৪০/৫০ জন শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদিসহ অন্যান্য শিক্ষা সহায়ক সামগ্রী এবং বিস্কুট ও চকলেট বিতরন করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূলো চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী বাঙ্গালী সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও বিজিবি সার্বক্ষণিকভাবে দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা প্রদানের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে।

তারই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়ন এর পৃষ্ঠপোষকতায় এবং অর্থায়নে বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দূর্গম বুলুপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়।

এদিকে বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্তে বুলুপাড়ার মত দূর্গম পার্বত্য এলাকায় বিজিবির স্বউদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়টি উদ্বোধনের ফলে স্থানীয় ০৩টি পাড়ায় বসবাসরত মোট ৫০টি পরিবারের শিক্ষাবঞ্চিত আনুমানিক ৭০-৮০ জন কোমলমতি ছেলে-মেয়েরা লেখাপড়া করে উন্নত ভবিষ্যত জীবন গঠনের সুযোগ পাবে। বিজিবির এই মহতী সামাজিক উদ্যোগের জন্য শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কারবারী/হেডম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ বিজিবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হতদরিদ্র নৃ-গোষ্ঠীর একমাত্র ভরসার প্রতীক হিসেবে “বিজিবি” সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে। এ জাতীয় কর্মকান্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী বাঙ্গালীদের মাঝে পারস্পারিক সু-সম্পর্ক, শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এ সময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে স্কুল উদ্ভোধনসহ সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ সকল মানবিক এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
https://youtube.com/@simantobangla1803
এক ক্লিকে বিভাগের খবর