অতিরিক্ত বিভাগীয় কর্মচারীদের মাসিক বেতন-ভাতা বৃদ্ধি,ও চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন।

Date:

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন কর্তৃক অদ্য ১০ জুন ২০২৩ খ্রি: তারিখ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী,, বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন,,
বিশেষ অতিথি ছিলেন মুসা আহমদ সাধারণ সম্পাদক ডাক কর্মচারী,, সভাপতি করেন শাহাজান চৌধুরী,, বাংলাদেশ ডাক  কর্মচারী  ও ফকরুল ইসলাম চৌধুরী ,, যুগ্ন সাধারণ সম্পাদক,, এবং লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজুল ইসলাম নিজাম।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন  প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে, সাইকেলে, কিংবা নৌকায় চড়ে,গ্রাম থেকে গ্রামে ডাক দ্রব্যাদি বিলি করেছি,,আজ আমরা অসহায় ও হতদরিদ্র কর্মচারীরা এবং  অনেক জটিল রোগে আক্রান্ত।

প্রয়োজনীয় অর্থের অভাবি ছেলে মেয়েদের পর্যাপ্ত লেখাপড়া ও বিবাহ করানো সম্ভব হচ্ছে না।
১৯৭৩ সালে কর্মচারীদের সম্মানী ভাতা ৩গুন বৃদ্ধি করেছিলেন,,, তখন ভাতা ছিলো ৭৫ টাকা এবং প্রাইমারি স্কুলের শিক্ষকরা ভাতা পেতেন ৬০ টাকা।

বক্তারা আরও বলেন নব্বই পরবর্তী জামাত – বিএনপি জোট সরকার বেতন ভাতা তেমন কোনো উন্নতি করেন নাই।
একমাত্র বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনা বেতন-ভাতা ২০১৬ সালে  ১০০% এবং ২০১৮ সালে ৭৭% বৃদ্ধি করেছেন।
বক্তারা তাদের ১০ দফা দাবি জানিয়েছেন,,
(১) বর্তমান বাজার দর বিবেচনায় ৪৪৬০ টাকা থেকে ন্যূনতম ১৫০০০ টাকা ভাতা বৃদ্ধি করতে হবে।
(২) ২৩০০০ অতিরিক্ত বিভাগীয় কর্মচারীদের জাতীয়করণ করতে হবে,,
(৩) ইডি কল্যাণ ট্রাস্ট -এ কর্মচারীদের জমাকৃত অর্থ কর্মচারীদের মাঝে বরাদ্দের সুনির্দিষ্ট ও (৪) নিতিমালা প্রণয়ন এবং প্রতি ছয় মাস অন্তর নির্দিষ্ট কমিটির সভার মাধ্যমে কর্মচারীদের আবেদন বিবেচনা মুঞ্জরী প্রদান করতে হবে।

(৫) ভারতের ন্যায় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী (আচরণ ও নিয়োগ) বিধিমালা প্রণয়ন করতে হবে।
(৬) সরকারি কর্মচারীদের ন্যায় সকল প্রকার ছুটি ভোগের সুযোগ সৃষ্টি করতে হবে,,
(৭) বয়স্ক ও পেনশনযোগ্য কর্মচারীদের এককালীন গ্রাচ্যুয়িটির ব্যবস্থা করতে হবে।

(৮) বিভাগীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় ছাতা,  জুতা ও পোষাক বরাদ্দ করতে হবে,,
(৯) সরকারী কর্মচারীদের ন্যায় সকল প্রকার উৎসব ভাতা প্রদান করতে হবে,, (১০) সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি স্মার্ট ডাকসেবা প্রদানে ডিজিটাল যন্ত্রপাতি সরবরাহ ও বাস্তব প্রশিক্ষণ প্রদান করতে হবে।

এ বিষয়ে সহযোগিতার জন্য তৎকালীন মানি নিয় প্রতিমন্ত্রী তারানা হালিম ও বর্তমান মন্ত্রী মোস্তাফা জব্বার প্রতি প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...

সিরাজগঞ্জ ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ।

  মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে...