কুতুপালং বাজারে চাঁদা দিতে অস্বীকৃতি, ব্যবসায়ীকে মারধর

Date:

 

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার কুতুপালং বাজাররে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মনজুর, মোস্তাক,মিজান ও দিদাদের বিরুদ্ধে।

রবিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরের দিকে কুতুপালং বাজারের মোহাম্মদ ইসলামের দোকানে ঘটনা ঘটে।

দাবি করা চাঁদা না পেয়ে হামলা করা উভয়ে লম্বাশিয়ার বাসিন্দা ইয়াবা ব্যবসায়ী ও ইতিপূর্বেই বিভিন্ন খারাপ কর্মকান্ডে জড়িত ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে মোহাম্মদ ইসলামের দোকানে ডুকে চাঁদাদাবী করে গালমন্দ করতে থাকে। এসময়
দোকানের মালিক মোহাম্মদ ইসলাম তাদের চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা দোকানদার ইসলামের উপর হামলা করে ও দোকানে ভাংচুর চালায়।তাদের এধরনের আচরণ দেখে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সে নানান ধরনের হুমকি ধুমকি দেয়। স্থানীয় ব্যবসায়ীরা নিন্দা প্রকাশ করে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।

কুতুপালং বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলি সও: জানান, সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত মোহাম্মদ ইসলাম কুতুপালং বাজারের সুতা ও সেলাই মেশিন বিক্রি করে জীবিকার নির্বাহ করে। হঠাৎ দাবি করা চাঁদা না পেয়ে দোকানদার ইসলামের উপর হামলার তীব্র নিন্দা ও দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

স্হানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন,বিষয়টি আমার নজরে এসেছে।অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।

হামলার শিকার হওয়া মোহাম্মদ ইসলাম সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...