সৈয়দপুরে কাপ-আপ প্রকল্পের কর্মীদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

Date:

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধিকিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনএর অর্থায়নে পরিচালিত ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িতএডুকেশন সার্ভিসেস ফরআপলিফটমেন্ট অব আল্ট্রাপুওর ¯øাম ডুয়েলার্স প্রজেক্টনীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কর্মীদের নিয়েমনিটরিং, রিপোর্টিং এন্ডডকুমেন্টেশনসিস্টেম শীর্ষক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে মনিটরিং অফিসার, মাস্টার ট্রেইনার, টেকনিকাল অফিসার, ফিল্ডসুপারভাইজার কালচারাল ইনস্ট্রাক্টর অংশগ্রহণ করেন।

১৫ জুন সকাল ৯টায় সৈয়দপুর ফিল্ড অফিসে সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আব্দুল করিমের সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধনকরেন কাপআপ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মোদাচ্ছের হোসেন মাসুম। এসময় দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে দাতা সংস্থার চিফ অব কাপইঞ্জিনিয়ার মঞ্জুর কাদের চৌধুরী ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর আরআর এন্ড ডি অফিসার ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দীকিউপস্থিত ছিলেন। ১৬ জুন বিকালে প্রশিক্ষণ শেষ হয়।

উদে¦াধনী অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক মো. মোদাচ্ছের হোসেন মাসুম বলেন, সৈয়দপুর পৌরশহরে বস্তি এলাকায় ঝরেপড়া শিশুদের কাপআপপ্রকল্পের মাধ্যমে পাঠদানের পরে তাদের শিক্ষার মূলধারায় ফিরে দেয়া হবে। তিনি বলেন উক্ত প্রশিক্ষনের মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা কার্যক্রম গুলোসঠিকভাবে ডকুমেন্টেশন দাতা সংস্থাসহ সকল স্টেক হোল্ডার এবং সাধারনের মাঝে কার্যক্রম স্পষ্টভাবে তুলে ধরতে এই প্রশিক্ষণ সহযোগীতা করবে।এই প্রশিক্ষনের ফলে সকল কর্মীর কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রকল্পের কাজ তরান্বিত হবে। তিনি উক্ত প্রশিক্ষনের সকল অংশগ্রহণকারীদের সফলতাকামনা করে প্রশিক্ষণ কার্যক্রম আরম্ভ করার অনুরোধ জানাান।

ট্রেনিং ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং পরিচালনা করেন কাপপ্রকল্পের প্রধান কার্যালয়ের কোঅর্ডিনেটর (মনিটরিং এন্ড ইভালুয়েশন) শেখ শফিকুর রহমান   প্রোগ্রাম অফিসার (রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন) মো. রিজওয়ান আলম। অন্যান্য ফ্যাসিলিটেটর হিসাবে উপস্থিত ছিলেনকোঅর্ডিনেটর ট্রেনিং মো. নুরুল ইসলাম কোঅর্ডিনেটর (চাইল্ড রাইটস এন্ড ডেভেলপমেন্ট) প্রশান্ত ডেভিড সাধুখা। ট্রেনিং ফ্যাসিলিটেটরপ্রশিক্ষার্থীদেরকে প্রকল্পের রিপোটিং, ডকুমেন্টেশন এবং মনিটরিং কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের দক্ষ যোগ্য করে তুলতে প্রশিক্ষণ প্রদানকরেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের একাউন্ট এন্ড লজিস্টিকস অফিসার মো. আফরোজ তালুকদার সৈয়দপুর ফিল্ড অফিসেরএডমিন এন্ড একাউন্টস এসিসট্যান্ট প্রমুখ উপস্থিত ছিলেন।

সীমান্ত বাংলা ডেস্ক।১৭ জুন।ই যা

সংবাদটি শেয়ার করূন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...

সিরাজগঞ্জ ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ।

  মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে...