সোমবার, ০১ Jul ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ ১৯ জেলা জজকে একযোগে বদলী  মিয়ানমারে ফের বিস্ফোরণের শব্দ, মুসলিম রোহিঙ্গাদের নিধন করার টার্গেট মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃ:ত্যু চুরি করতে নিষেধ করায় অভিমানে ক্যাম্পে এক রোহিঙ্গা যুবকের আ’ত্নহ’ত্যা বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজাপালং উপ-নির্বাচনে হুমায়ুনের প্রচার শুরু রোহিঙ্গা ক্যাম্পে চুরিকাঘাতে এক রোহিঙ্গা নি’হত ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদ: ৫ জুলাই সমাবেশের ডাক গণতন্ত্র মঞ্চের নারায়ণগঞ্জে চাঁদাবাজির বিচার করায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের গুলিতে জেলা পরিষদ সদস্যসহ দুজন নিহত
রোহিঙ্গা ক্যাম্পে চুরিকাঘাতে এক রোহিঙ্গা নি’হত

রোহিঙ্গা ক্যাম্পে চুরিকাঘাতে এক রোহিঙ্গা নি’হত

 

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার) 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের চুরিকাঘাতে একজন রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (২৮ জুন) ভোর পাঁচটার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্ট ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ সালেক। সে ওই ক্যাম্পের মোহাম্মদ নুর আলমের ছেলে। সূত্র জানিয়েছে, ভোরের সময় মোহাম্মদ সালেক রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লক থেকে তার নিজস্ব ব্লকে আসার সময় পথে তিন-চারজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে চুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই মৃত্যুবরণ করেন। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

হুমায়ুন কবির জুশান

উখিয়া কক্সবাজার।

০১৮১৯৫১৬০২০।

চুরি করতে নিষেধ করায় অভিমানে ক্যাম্পে এক রোহিঙ্গা যুবকের আত্নহত্যা

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার) তারিখঃ- ২৮-০৬-২০২৪ ইং।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে এক রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এইচ-২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইসমাইল (২১)। সে ওই ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে। জানা গেছে, ক্যাম্পের বিভিন্ন জায়গায় চুরি করত ইসমাইল। ছেলের এমন কান্ড নিয়ে বিব্রত ও লজ্জিত ছিল বাবা-মা। এক পর্যায়ে তারা ছেলেকে বকাবকি করেন এবং চুরি করতে নিষেধ করেন।  পরে বাবা-মার ওপর অভিমান করে নিজ ঘরে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ

Design & Developed by Ecare Solutions