রামুর ঈদগড় ঘিলাতলী সড়কের বেহাল দশা,দেখার কেউ নেই

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ৩১, ২০২২

কামাল শিশির, রামু:

কক্সবাজার রামুর ঈদগড় ঘিলাতলী সড়কের বর্তমানে খুবই নাজুক অবস্থা। যেন দেখার কেউ নেই। সড়কটির প্রায় অংশ বর্তমানে বৃষ্টির পানিতে ভরপুর।

সড়কটিতে যান চলাচল তু দূরের কথা পায়ে হেটেও চলাচল করা খুবই কষ্ট কর হয়ে পড়েছে। অপরদিকে ছাত্র-ছাত্রীদের স্কুল, মাদ্রাসা, কলেজ যেতে সমস্যা হচ্ছে প্রচুর।
শুধু তা নয় কৃষকদের উৎপাদিত রবি শস্য ফসল বাজারে আনতে হিমশিম খাচ্ছে কৃষকেরা । তাছাড়া মুমূর্ষু রোগী থেকে শুরু করে ডেলিভারি রোগীদের হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে আসতেও সমস্যা পোহাতে হয় নিয়মিত।

জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটিতে কোন ধরনের সংস্কার বা উন্নয়নের ছোয়া লাগে নি। ফলে দিনের পর দিন সড়কটির বেহাল দশা দাঁড়িয়েছে।

এই ব্যাপারে স্থানীয় জনসাধারণ যতদ্রুত সম্ভব রাস্তাটির উন্নতি আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। সরজমিন পরিদর্শনে দেখা যায় , সড়কটির বিভিন্ন জায়গায় ব্রীজের প্রয়োজন।

উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন চরপাড়া, ফাতেমার ঘোনা, গোইল্যাকাটা, মইত্যাতলী, পূর্ব হাছনাকাটার একাংশ, ঘিলাতলী সহ আরও কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করছে।