রামুতে ১ যুবকের ডাকাতির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Date:

কামাল শিশির, রামু :

রামুর ঈদগড় ৬নং ওর্য়াডের বরইচর এলাকায় গত ৮ ডিসেম্বর রাত ১১টায় ৩নং ওর্য়াডের ভোটার বড়বিল চরপাড়ার বাসিন্দা মৃত মো: হোছন এর পুত্র নুরুল আবছার তাহার আরেক বাড়ি রাঙ্গাঝীরি যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এ প্রতিবেদককে।

অভিযোগে সে আরো জানান, গত ৮ ডিসেম্বর বউঘাট এলাকা থেকে তাকে ফলো করছিল চিহ্নিত এক যুবক। সন্দেহ অবস্থায় যাওয়ার পথে বরইচর মনজুরের দোকানের দক্ষিণে উঠুনির মুখে পৌঁছলে রাস্তার পাশের কলা গাছের আড়াল থেকে কয়েকজন যুবক রাতের আাধাঁরে তাহার উপর হামলা করে তাকে লাঠি ও হাতুড়ি দিয়ে আাঘাত করে এবং চুরি দিয়ে জিম্মি করে পকেটে থাকা ২১ হাজার ৫শ নগদ টাকা, ১টি টাচ মোবাইল, টিকার কার্ড,স্মার্ট কার্ড এবং বিদেশে যাওয়ার পাসপোর্ট কেড়ে নেয় বরইচর এলাকার মৃত আমির মোহাম্মদ এর পুত্র নুরুল আমিন পুতিয়া,জনৈক মনজুর আলম ও আব্বুইয়া।
এসময় নুরুল আবছার গুরতর আহত হলে বড় বড় চিৎকার করে পার্শ্ববর্তী ছৈয়দ আকবরের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় তাকে দেখার জন্য আশ পাশের লোকজন দেখতে গেলে সবাইকে তাকে ডাকাতি করেছে বলে জানান।

তাছাড়া সে অজ্ঞান হয়ে পড়লে তাকে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টার এবং পরে সদর হাসপাতালে নেওয়া হয়।

১৩ ডিসেম্বর সরজমিনে ঘটনাস্থলে তদন্তে গেলে এলাকার বাসিন্দা নুরুল আলম, জসিম উদ্দিন, আমেনা বেগমসহ আরো অনেকে ডাকাতির কথা শুনেছে বলে জানান।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত নুরুল আমিন পুতিয়া না আসায় ঘটনাটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এ নিয়ে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত মনজুর আলম জানান, এটা তার সাথে দুশমনি করা হচ্ছে। অপরদিকে অভিযুক্ত নুরুল আমিন পুতিয়া ও আব্বুইয়ার সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় আহত নুরুল আবছার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।

সীমান্তবাংলা/রম/১৩ ডিসেম্বর ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...