মাদক কারবারিদের নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৮, ২০২৩

 

মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‘মাদক’ কারবারিদের নিয়ে সংবাদ প্রকাশ করায় সিরাজগঞ্জের তাড়াশে ‘আমাদের বড়াল পত্রিকার’ ষ্টাফ রিপোর্টার আব্দুস সালাম মারপিটের শিকার হয়েছেন। শুক্রবার(৭ জুলাই) বিকেলে উপজেলার বারোয়ারী বটতলায় মাদক কারবারিদের হাতে লাঞ্ছিত হন সাংবাদিক সালাম। থানায় এ ঘটনায় অভিযোগ দিলে হত্যা করা হবে বলেও প্রকাশ্যে হুমকি দেয় ওই মাদক কারবারীরা। এদিকে ঘটনার সাথে জড়িত তাড়াশের বারোয়ারি বটতলা ও শোলাপাড়া এলাকার শুভ, পটল স্যানাল, তুষার ও অজ্ঞাত ৫জনসহ আটজনকে আসামী করে সাংবাদিক সালাম ঘটনার রাতেই(৭ জুলাই) তাড়াশ থানায় মামলা করেন। মামলা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত আসামীদের কেউই গ্রেপ্তার হয়নি। সাংবাদিক সালাম জানান,শুভ, পটল স্যানাল ও তুষারসহ বেশ ক’জন মাদক ব্যবসায়ীর কারণে উঠতি বয়সের যুবকগণ মাদক আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। সম্প্রতি মাদক কারাবার নিয়ে সংবাদ প্রকাশ করায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের ক’জন ধরাও পড়ে। এরপর তারা আমার প্রতি ক্ষুব্ধ হন। পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে তারা আমাকে মারধোর করে। মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে আমি স্থানীয়ভাবে চিকিৎসা নেই।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান,তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে সাংবাদিক সালামকে উদ্ধার করা হয়। হামলাকারী ক’জনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন সাংবাদিক সালাম।হামলাকারীরা পালিয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।’তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস বলেন, ‘মারপিটের ঘটনা শুনেছি। সালামকে কারা মেরেছে বা ঘটনাটি কি নিয়ে ঘটেছে,তা পরিস্কার নই। তবে,পুলিশ বিষয়টির তদন্ত করছে। তবে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে