ফরিদপুরে এম্ব্যুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি এম্ব্যুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে আগুন ধরে ঘটনাস্থলেই ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ৩ নারী, ২ শিশু ও ২ জন পুরুষ।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি ভাঙ্গাথেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সের ৭ জন মারা যান এবং একজন আহত হন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো। এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।