নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরের পশ্চিম খুঁজিউড়া গ্রামে এক অসহায় বৃদ্ধাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেয়া নতুন আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় ওই গ্রামের শুক্কুরি বেগমকে নতুন তৈরি করা ঘরটি বুঝিয়ে দেয়া হয়।
এর আগে, অসহায় ভিক্ষুক শুক্কুরি বেগমের ঘর-বাড়ি না থাকার সংবাদ শুনেন তারেক রহমান। এরপর তার নির্দেশে ব্যারিস্টার কায়সার কামাল ঘর নির্মাণের উদ্যোগ নেন।
ঘরের নির্মাণকাজ শেষ হলে এদিন তাকে ঘরটি বুঝিয়ে দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, শামীম আহমেদ খান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।