কাল আসবে ২০ লাখ ডোজ টিকা, দিতে চায় চীন-রাশিয়াও

Date:

সীমান্তবাংলা ডেক্স : ভারতের উপহার করোনাভাইরাসের ২০ লাখ ডোজ ভ্যাকসিন বৃহস্পতিবার দুপুরে দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারত ছাড়াও চীন ও রাশিয়া বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায় বলেও জানান মন্ত্রী।

বুধবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তখন মন্ত্রী উপহারের ২০ লাখ ডোজ ও বেক্সিমকোর ১৫ লাখ ডোজসহ ৩৫ লাখ ডোজ টিকা আসার তথ্য দিয়েছিলেন। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাল শুধু ভারতের উপহার দেয়া ২০ লাখ ডোজ টিকা আসছে। বেলা ১১টার দিকে টিকা বিমানবন্দরে আসবে। পরে সেগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুর ১টার পর পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বুধবার দুপুরে বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘টিকা আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেয়া হবে’। আরও কিছু দেশ বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায় বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত। রা‌শিয়া আমা‌দের অনেক ভ‌্যাক‌সিন দিতে চায়। অন‌্যান‌্য দেশও আমা‌দের ভ‌্যাক‌সিন দি‌তে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছে, যেমন চীন র‌য়ে‌ছে। চীন বাংলা‌দেশ‌কে উপহার হি‌সে‌বে ভ‌্যাক‌সিন দি‌তে আগ্রহ দে‌খি‌য়ে‌ছে কি না জান‌তে চাইলে মোমেন বলেন, এটা আমি বল‌তে পারব না।’

বি‌ভিন্ন দেশের কিছু বেসরকা‌রি প্রতিষ্ঠান থে‌কে ভ‌্যাক‌সিন আনার চেষ্টা চলছে ব‌লেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকালে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, প্রথম ডোজ যারা নিয়েছেন তারা তৃতীয় মাসে দ্বিতীয় ডোজ পাবেন। সরকারি হাসপাতালে দেয়া হবে, বাইরে কোনো কেন্দ্র থাকবে না। কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভ্যাকসিন দেয়া হবে না। প্রতি টিমে দুই জন ভ্যাকসিনেটর ও চার জন স্বেচ্ছাসেবক থাকবেন, যাদের ভ্যাকসিন দেয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেয়া হবে এবং ফলোআপে রাখা হবে।

চলতি মাসে কতজন এবং কিভাবে ভ্যাকসিন পাবেন তা এখনো চূড়ান্ত নয় বলে জানান আব্দুল মান্নান।

তিনি জানান, ভারতের উপহারের ভ্যাকসিনগুলো গ্রহণ করার পর কোল্ড স্টোরে রাখা হবে। এরপর ২৭/২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেয়া হতে পারে, তবে এটা চূড়ান্ত নয়।

এদিকে সিনিয়র সচিব আইসিটির এন এম জিয়াউল আলম জানান, করোনাভাইরাস ভ্যাকসিন পেতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপস ২৫ জানুয়ারি হস্তান্তর করা হবে।

২০জানুয়ারি/কারই/ইএস/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...

সিরাজগঞ্জ ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ।

  মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে...