কক্সবাজার শহরের যেসব এলাকায় আগামীকাল বিদ্যুৎ থাকবে না

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১

 

এন আলম আজাদ,কক্সবাজার

কক্সবাজার শহরের প্রধান রাস্তায় সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন,খুঁটি সরানো,জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বিউবো এর আওতাধীন শহরের বিভিন্ন এলাকায় আগামী (২০ এপ্রিল)মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কক্সবাজার পিডিবির উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,রাস্তার উন্নয়ন কাজের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্হানান্তর কাজ চলমান থাকবে।এই কারণে ঐ সমস্ত এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে।কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সে সব এলাকা গুলো হলো- কক্সবাজার দপ্তরের ১১ কেভি ফিডারের আওতাধীন লাবনী মোড় হইতে কলাতলী পর্যন্ত হোটেল মোটেল জোনের রাস্তার পূর্ব পার্শ্ব, লাইট হাউজ পাড়া, সরণ সৈকত আবাসিক এলাকা, সৈকত পাড়া- ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ফাতের ঘোনা, এটমিক এনার্জি অফিস সংলগ্ন এলাকা, এয়ারপোর্ট, ডিজি এফ আই অফিস সহ তৎসংলগ্ন এলাকা সমূহ।উপ সহকারী প্রকৌশলী আরো জানান,তারা যতটুকু সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করার চেষ্টা করবেন।যদি সম্ভব না হয় তাহলে উল্লেখিত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ চালিয়ে যাবেন।তবে নিদিষ্ট সময়ের আগেই ঐ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়ার আপ্রাণ চেষ্টা থাকবে বলেও জানান ঐ কর্মকর্তা।এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের সহযোগীতা কামনা সহ সাময়িক অসুবিধার জন্য পিডিবির পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সীমান্তবাংলা/ ১৯ এপ্রিল ২০২১