এবার ক্লোজ সার্কিট সিসিটিভি আওতায় নাইক্ষ্যংছড়ি বাজার

Date:

এম এ রহমান সীমান্তঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিৎ করতে সিসি ক্যামরা বসালো বাজার পরিচালনা কমিটি।
অপরাধ নিয়ন্ত্রণ,ও অপরাধী শনাক্তের সুবিধার্থে নাইক্ষ্যংছড়ি বাজারে ক্লোজ সার্কিট (সিসি ক্যামেরা) আওতায় আনার উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ও পুলিশ প্রশাসন। নাইক্ষ্যংছড়ি-চাকঢালা প্রধান সড়কের প্রবেশদ্বার, হাজী নবী মার্কেট, ধুংরী হেডম্যান পাড়া মার্কেটসহ নাইক্ষ্যংছড়ি বাজার এলাকা সহ ৮টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামরা বসিয়ে বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করেছেন নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটি।
২২ জুন মঙ্গলবার বিকাল ৫টায় নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটি কার্যালয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতাধীন কন্ট্রোল রুম শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি
উপজেলা নির্বাহী অফিসার, সাদিয়া আফরিন কচি ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন। নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটি সভাপতি ইয়াহিয়া খাঁন মামুন জানান, বাজার এলাকার অধিকাংশই এখন সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে। এভাবে একজনের দেখাদেখি বিভিন্ন ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্টানের মালিকগন উদ্যোগ নিলে খুব অল্প সময়ের মধ্যে পুরো উপজেলা শহরটি ক্যামরায় নিয়ন্ত্রিত পর্যবেক্ষণে চলে আসবে। এর ফলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড কমবে বলে মনে করেন তারা। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলেন, পুলিশের পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ীরা সাধ্যমত সহায়তা ও বাস্তবায়ন করছেন। এতে করে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল গুরুত্বপূর্ণ এলাকা এবং বাজারগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে। উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ রহস্য উদ্ঘাটনে এসব ক্যামেরা সহায়ক হিসেবে কাজ করবে। বাজার ব্যবসায়ীদের অংশগ্রহণে এই কার্যক্রমে বাজারবাসী এর সুফল পাবেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াহিয়া খান মামুন, সিঃ সহ সভাপতি জহির আহামেদ সাধারণ সম্পাদক ডা. ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম কাজল, সদস্য আবদুর রশিদ, মোঃ তৈয়ব,
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, মোঃ ইউনুছ,মুহামদুল হক (বাহাদুর) সদর ওয়ানডে, মেম্বার মোঃ আরেফ উল্লাহ ছুট্টু, উপজেলা যুবলীগ ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইসলাম মেম্বার, মোঃ আবুল কাসেম সাওদাগর, আব্দুল গফুর সাওদাগর, মনজুর আলম সওদাগর প্রমূখ।

সীমান্তবাংলা / ২৩ জুন ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...

সিরাজগঞ্জ ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ।

  মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে...