FH এনজিওর হাসপাতালে রোহিঙ্গাদের রাজকীয় চাকরি অধিকার বাস্তবায়ন কমিটির প্রতিবাদ কর্মসূচি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২

 

এইচ.কে রফিক উদ্দিনঃ
রোহিঙ্গা ক্যাম্পে চাকুরিতে স্থানীয় শিক্ষিত বেকারদের অগ্রাধিকারের কথা থাকলেও অনেক সময় তা মানা হচ্ছে না। নিয়োগ পাচ্ছে কর্তাদের পছন্দ মতো। স্থানীয়দের বাদ দিয়ে চাকুরি হচ্ছে রোহিঙ্গাদের। যা সরাসরি সরকারি নির্দেশনার লঙ্ঘন। কিছু সংস্থার বিরুদ্ধে অভিযোগ আছে, অনৈতিক লেনদেনের। সব মিলিয়ে ক্যাম্পে কর্মরত সংস্থাগুলোতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এনজিও বিষয়ক ব্যুরো হতে প্রকল্প অনুমোদনের সময় রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাজেটের ২৫%-৩০% বরাদ্দ থাকলেও তার বালাই নাই। কেউ এই নিয়ম মনছে না। চাকুরি পাচ্ছে পরিচিত, স্বজন ও রোহিঙ্গারা।প্রকল্প প্রণয়ন বা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয়দের কথাই ভাবা হচ্ছে না।

ক্যাম্প ১২ তে অবস্থিত FH এনজিওর একটি মাত্র হাসপাতালে ১৭৮ জন রোহিঙ্গা নিয়োগ দেওয়ায় ২২ জানুয়ারি থেকে বিভিন্ন দপ্তরে FH এনজিওর বিরুদ্ধে স্থানীয় অধিকার বাস্তবায়ন কমিটি বারবার অভিযোগ দিলেও সংশ্লিষ্ট মহলের আমলে না নেওয়ায় (১৫ মার্চ) মঙ্গলবার থেকে হাসপাতাল চত্বরে শান্তি পুর্ণ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে অধিকার বাস্তবায়ন কমিটি।

এব্যাপারে অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইন্জিনিয়ার রবিউল হোসাইন বলেন,FH এনজিওর ক্যাম্প ১২ তে বিদ্যমান হাসপাতালে স্থানীয়দের বঞ্চিত করে ১৭৮ জন রোহিঙ্গাদের রাজকীয় পজিশনে চাকুরি ও ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে যা কর্তাদের লুটপাটের কুমানসিকতা ও প্রত্যাবাসন বাঁধাগ্রস্থ করার কৌশল।যতদিন পর্যন্ত এই এনজিও রোহিঙ্গাদের বাদ দিয়ে স্থানীয় শিক্ষিত বেকারদের কাজের সুযোগ দিবে না, ততদিন অধিকার বাস্তবায়ন কমিটির এই শান্তিপুর্ণ প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে।

সীমান্তবাংলা / ১৫ মার্চ ২০২২