উখিয়ায় ১২ রাম ‘দা’ নিয়ে রোহিঙ্গাসহ আটক-২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

কক্সবাজারের উখিয়ায় কামারের দোকানে অভিযান চালিয়ে ১২টি রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো নাইক্ষংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার বসন্ত কর্মকারের ছেলে বাদল কর্মকার (৪৭) ও রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট এ ব্লকের নাজির হোসেনের ছেলে হোসেন আহমেদ।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ৯ টার দিকে থাইংখালী বাজারের কামারের দোকান হতে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন, একই দিন বিকেলে ৫ টার দিকে থাইংখালী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই সদস্যরা অভিযান চালিয়ে বাদল কর্মকার এর দোকান হতে প্রস্তুতকৃত ১২ টি বড় দা (রামদা) উদ্ধার করে। বিষয়টি তাকে অবহিত করলে তিনি চৌকিদার পাঠিয়ে দা গুলো পরিষদে নিয়ে যায়।

ওই সময় দোকানদার বাদল কর্মকার কৌশলে দোকান তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা মোঃ হোসেন দা গুলো তৈরি করতে দিয়েছিল।

আটককৃতরা বর্তমানে উখিয়া থানা হেফাজতে আছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সীমান্তবাংলা / ৩০ আগষ্ট ২০২১