চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল-হেরোইনসহ আটক-২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৮, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত দু’জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. সারোয়ার্দী ওরফে শাহু(৪০) ও একই উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বিকলের ছেলে আল-আমিন (২৫)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স অভিযান দুটি পরিচালনা করে।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ৬ মার্চ শনিবার বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা তেলকুপি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি। এ সময় শাহুকে আটক করা হয়।

অপর আরেক অভিযানে একই দিন রাত পৌণে ১২টার দিকে টোলঘর সংলগ্ন শিল্পকলা একাডেমীর সামনে ৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আল-আমিনকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় দুটি মামলা রুজু করা হয়।

( সীমান্তবাংলা/ শা ম/ ৮ মার্চ ২০২১)