আঙ্গুলের ছাপ দিয়ে অপরাধী শনাক্তে র‌্যাব এনেছে ওয়াইভিএস

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

যত বড় অপরাধীই হোক-শুধু আঙ্গুলের ছাপ দিয়ে মুহূর্তেই তাকে চিহ্নিত করা যাবে। এমন এক অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে র‌্যাবে। রবিবার সচিবালয়ে অনলাইন আইডেনটিফিকেশন এ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) নামের এই প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই প্রযুক্তির মাধ্যমে একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ দেয়া মাত্র অনলাইনে সংযুক্ত সেই ডিভাইসের স্ক্রিনে পরিচয় নিশ্চিতে ৬ ধরনের তথ্যের অপশন আসবে। সেগুলোতে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সহজেই চিহ্নিত করা যাবে যেকোন অপরাধীকে। র‌্যাবের টহল দলের কাছে এই প্রযুক্তি থাকবে। এই প্রযুক্তির মাধ্যমে যে কাউকে শনাক্ত করা যাবে। এতে সহজেই পরিচয় নিশ্চিত করা যাবে। শুধু অপরাধী নয়, সাধারণের পরিচয়ও এর মাধ্যমে নিশ্চিত করা যাবে।

আর.এম.আর/০১ মার্চ