ছুটির দিনে ৯ ঘণ্টায় সড়কে ঝরল ২১ প্রাণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল দেখেছে দেশবাসী। এদিন দেশের সাতটি জেলায় সড়কে ঝরেছে ২১ প্রাণ। এর মধ্যে সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন এবং বগুড়ায় আরেকটি দুর্ঘটনায় চারজন মারা গেছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-সিলেটে মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ছয়জন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও দুজন। বিলাসবহুল লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মধ্যে সংঘর্ষে মারাত্মক আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরও ১৮ জন।

ছুটির দিনে এমন ভয়াবহ দুর্ঘটনা শুধু সিলেটেই নয়, বগুড়াসহ আরও বেশ কয়েকটি জেলায় ঘটেছে। এরমধ্যে বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাক-অটোটেম্পুর ত্রিমুখী সংঘর্ষে অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন।

তথ্যমতে, সিলেট, বগুড়াসহ সাত জেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত আলাদা দুর্ঘটনায় একদিনে ২১ জন মারা গেছেন। দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ছাড়া বাকি দুর্ঘটনার ঘটেছে মহাসড়কে তিন চাকার বাহন, মোটরসাইকেলের সঙ্গে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘দুর্ঘটনা ছুটির দিন আর কর্মদিন হিসাব করে ঘটছে না। তবে এটা ঠিক যে ছুটির দিনে ব্যক্তিগত যান সড়কে বাড়ে। মহাসড়কে ডিভাইডার না থাকার কারণে অনেক ‍দুর্ঘটনা ঘটে। আবার মহাসড়কে সার্ভিস লেন না থাকায় ছোট যান সড়কে ওঠায় দুর্ঘটনা ঘটছে। এগুলো এখনই বন্ধ না করতে পারলে মাশুল দিতে হবে।’

জানা গেছে, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কয়েক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

অন্যদিকে ভোর ৬টার দিকে বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাক-অটোটেম্পুর ত্রিমুখী সংঘর্ষে অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় দুই ট্রাকের মাঝখানে পড়ে ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকচাপায় শহিদুল ইসলাম কায়সার রনি, ওজাহিদ হাসান রাসেল নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সকালে আলমডাঙ্গার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় আব্দুর রহমান সোহাগ নামের এক টমটমচালক নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে শিমুল বিশ্বাস নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হন। পরে আকরাম হোসেন ও সোহেল রানা নামে আরও দুজন হাসপাতালে মারা যান। শুক্রবার বিকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন