কক্সবাজারে দূষণের কবলে নদী, ভোগান্তিতে এলাকাবাসী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১

 

কামাল শিশির,রামু

কক্সবাজারে ঈদগাঁও নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলতেছে বাজারের ব্যবসায়ীরা। এসব ময়লা-আবর্জনা মেশায় পানি দূষিত হয়ে পড়েছে।নদী দূষণের কারণে দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছে পাঁচ ইউনিয়নের জনসাধারণ।

বাঁশঘাটা ব্রিজ এর পূর্ব পাশে গোসল করার ঘাটে এসব ময়লা-আবর্জনা দেখা যায়।
ময়লা না পেলতে বাধা দিলেও তাতে কর্ণপাত করেছেনা তাহারা ।

ময়লা-আবর্জনা ফেলায় নদীর তীর যেন ভাগাড়ে পরিণত হয়েছে।
দুর্গন্ধ ও নোংরা পরিবেশ সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নদীর তীরবর্তী বসবাসরত এলাকাবাসীসহ যাত্রীদের।

এসব ময়লা-আবর্জনা থেকে মশা-মাছি উড়ে গিয়ে বিভিন্ন খাবারের উপর বসায় নানা রোগে আক্রান্ত হচ্ছে ইসলামপুর,পোকখালী,জালালাবাদ, ঈদগাঁও, ইসলামাবাদ ইউনিয়নের লোকজন।

বাজারে যথাযত ব্যাবস্থা না থাকায় কয়েক বছর ধরে ব্যবসায়ীরা নদীর তীরে ময়লা ফেলতেছে।

উল্লেখ্য,প্রতিদিন শত শত নারী-পুরুষ গোসল করেন উক্ত নদীতে। এছাড়া নৌকায় করে প্রতিদিন ২-৩ হাজার মানুষ নদী পারাপার করেন।

কিন্তু বাজারের ফেলা ময়লা-আবর্জনার গন্ধে ৫ মিনিট দাঁড়িয়ে থাকাও এখন কষ্টকর।তাই ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৫ ফেব্রুয়ারী ২০২১)