কক্সবাজারের চকরিয়ার র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্টানকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বিভিন্ন এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত
পরিচালনা করে ০৪ টি ফার্মেসী ও ডায়াগনিষ্টিক সেন্টারকে অবৈধ ও মেয়াদ
উর্ত্তীণ ঔষধ রাখার দায়ে সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন হতেই আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন
করে আসছে। কক্সবাজার জেলাকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করার জন্য জিরো
টলারেন্স নীতি অবলম্বন করে দিন-রাত সাফল্যের সাথে অভিযান পরিচালনা করছে। মাদকের
বিরুদ্ধে অভিযানের পাশাপাশি র‌্যাব-১৫ প্রতিষ্ঠালগ্ন হতে সাফল্যের সহিত জনকল্যাণে
বিভিন্ন অভিযান পরিচালনা করে জনসাধারণের আস্থা অর্জনে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এরই ধারাবাহিকতায়, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বিভিন্ন এলাকায় (২০
ফেব্রুয়ারি) ২০২১ খ্রিঃ ১০ হতে ৩-৩০ মিনিট পর্যন্ত র‌্যাবের একটি আভিযানিক দল
র‌্যাবের আইন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর সহায়তায়
বর্ণিত স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার দায়ে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ০৪ টি ফার্মেসী ও
ডায়াগনিষ্টিক সেন্টারকে সর্বমোট ২,২৫,০০০/- (দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা
করে। এর মধ্যে ১। একুশে ডায়াগনস্টিক’কে ৭৫,০০০/-, ২। সেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি
প্রাঃ লিঃ কে ২৫,০০০/-, ৩। চকরিয়া ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে
১,০০,০০০/-, ৪। চকরিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’কে ২৫,০০০/- জরিমানা করে।

(সীমান্তবাংলা/ শা ম/ ২২ ফেব্রুয়ারী ২০২১)