টেকনাফে খতমে কুরআন ও দোয়ার মধ্যদিয়ে ইশা ছাত্র আন্দোলনের মাতৃভাষা দিবস পালন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১

 

এম.কলিম উল্লাহ ।

কক্সবাজারের টেকনাফে খতমে কুরআন ও দোয়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিকদের স্বরণ করলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখা।

২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খতমে কুরআন ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক জুনাইদুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান আরিফী, ইশা ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলার সভাপতি ইয়াছিন আরফাত, সহ-সভাপতি রবিউল হাসান মামুন, আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সাবরাং ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাআদ, সাংগঠনিক সম্পাদক হাম্মাদ, শাহ-পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়নের সহ-সভাপতি জালাল উদ্দীন খলিল, পৌরসভার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবাইর। এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।

খতমে কুরআন শেষে সকল ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা ও যুবসমাজ ধ্বংসের মারণাস্ত্র মাদকের ভয়াল থাবা থেকে দেশ ও যুবসমাজকে বাঁচাতে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।

( সীমান্তবাংলা/শা ম / ২২ ফেব্রুয়ারী ২০২১)