টিকা গ্রহীতা ১৩ লাখ ৬০ হাজার, নিবন্ধন ২৩ লাখ

Date:

সীমান্তবাংলা ডেক্স : দেশে একদিনে আজও দুই লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। সবমিলিয়ে এক সপ্তাহের বেশি সময়ে টিকা নিয়েছেন প্রায় ১৩ লাখ ৬০ হাজার মানুষ। আর নিবন্ধন করেছেন প্রায় ২৩ লাখ। নিবন্ধনকারীদের পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সারাদেশে টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০২ জন। ফলে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। টিকা নেয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) দেখা দিয়েছে সর্বমোট ৪৯০ জনের শরীরে।

সংস্থাটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত একদিনে মঙ্গলবার সর্বোচ্চসংখ্যক মানুষ টিকা নিয়েছেন।

নির্ধারিত সময়ে এদিন এক লাখ ৪৯ হাজার ৮৯২ জন পুরুষ ও ৭৭ হাজার ১০ জন নারী টিকা নিয়েছেন। এই সময়ে ৩৫ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন বলে জানানো হয়েছে।

সবমিলিয়ে দেশে টিকা গ্রহীতার মধ্যে পুরুষ নয় লাখ ২৩ হাজার ৫১৬ জন; নারী চার লাখ ৩৬ হাজার ৯৭ জন।

টিকাগ্রহীতার সঙ্গে যোগ হবে আরও ৫৬৭ জন, যাদেরকে গণটিকার আগে গত ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৮৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার , রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০, রংপুর বিভাগে ২০ হাজার ৮১১ জন, খুলনা বিভাগে ২৫ হাজার ২৬ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ এবং সিলেট বিভাগে ১২ হাজার ৩৯৮ জন ।

এদিকে টিকা গ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় ২৩ লাখ মানুষ।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণ টিকাদান। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

১৬ফেব্রুয়ারি/বিইউ/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...