উখিয়ার বালুখালী কাষ্টমস এলাকায় র‍্যাবের সাথে ইয়াবা কারবারীরর গুলাগুলি। অস্ত্র ও মাদক উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১

বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস্ এলাকায় অভিযান
পরিচালনাকালে র‌্যাবের সাথে গোলাগুলিতে একজন অস্ত্রধারী মাদক কারবারী আহত
এবং ০১ টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড তাজা কার্তুজ, ০১ রাউন্ড খালি খোসা, ০১
টি পিস্তলের ম্যাগাজিন ও ৭,৯৫০ পিস ইয়াবা উদ্ধার।

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি।
মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী
মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক
বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে
যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কাস্টমস্ এলাকায় মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫,
কক্সবাজার এর একটি  আভিযানিক দল (১৫ ফেব্রুয়ারী) আনুমানিক ১২.৩০
মিনিটে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক কারবারী জাফর আলম (৪৩) বালুখালী,  থানা-উখিয়া,
জেলা-কক্সবাজার র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি করে। তখন র‍্যাব ও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এতে উক্ত অস্ত্রধারী মাদক কারবারী গুলিবিদ্ধ হয়। এরপর আহত মাদক কারবারীকে র‌্যাব সদস্যরা কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এরপর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে র‌্যাব তার নিজ ব্যবস্থাপনায় অতিদ্রুত উক্ত আহত মাদক কারবারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পরবর্তীতে উপস্থিত জন সম্মুখে উক্ত আহত আসামীর হেফাজত হতে ০১ টি বিদেশী
পিস্তল, ০১ রাউন্ড তাজা কার্তুজ, ০১ টি খালি খোসা, ০১ টি পিস্তলের ম্যাগাজিন, ০১ টি
রামদা এবং ৭,৯৫০ (সাত হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আহত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

( সীমান্তবাংলা/ শা ম/ ১৬ ফেব্রুয়ারী ২০২১)