ভারতকে কেন ‘ভুল বোঝা’, আক্ষেপ দোরাইস্বামীর

Date:

সীমান্তবাংলা ডেক্স : তার দেশের জাতীয় অর্থনীতির ২৮ ভাগই বাংলাদেশের সঙ্গে জানিয়ে ভারত কোনো রকম ‘দাদাগিরি’ করে না বলে মন্তব্য করেছেন বিক্রম কুমার দোরাইস্বামী। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার ‘কেন তার দেশকে ভুল বোঝা হয়’ তা নিয়েও আক্ষেপ করেছেন।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসে বিক্রম কুমার দোরাইস্বামী একথা বলেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ডিক্যাবের সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

অনুষ্ঠানে ভারতের আচরণ নিয়ে জনগণের একটি অংশের ধারণা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নে দোরাইস্বামী বলেন, ‘ভারত বাংলাদেশের ওপর কখনও বড়ভাইসুলভ আচরণ করে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ।

‘আমরা কীভাবে বাংলাদেশের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করছি। সৎভাবে বলতে গেলে বাংলাদেশ ১৭ কোটি মানুষের বড় দেশ। এই ধরনের চিন্তা করারও কোনো কারণ নেই’- যোগ করেন ভারতের দূত।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘এই ভীতি কেন আমার বুঝে আসে না। আমি বুঝি না কেন আমাদের ভুল বোঝে। কীভাবেই বা বড়ভাই সুলভ আচরণ করা হয়। আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। জাতীয় অর্থনীতির ২৮ ভাগ আপনাদের সঙ্গে। কাজেই দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই।’

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে। তখন তিস্তা চুক্তি হতে পারে কি না জানতে চাইলে ‘না সূচক’ উত্তর দিয়ে দোরাইস্বামী বলেন, ‘আমরা পানি বণ্টনের গুরুত্বকে বুঝি এবং মূল্যায়ন করি। তিস্তা চুক্তি নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও এটি করতে না পারা দুঃখজনক বাস্তবতা। খুব শিগগির এই চুক্তি হওয়ার সম্ভাবনা কম।’

আরেক প্রশ্নের জবাবে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ ভিসাও চালু হয় যাবে জানিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘ভারতে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার চালুর বিষয়টি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে। তবে দুই দেশের সক্ষমতার ওপর টির বাস্তবায়ন নির্ভর করছে। কারণ অনেক মানুষ নিয়মিত ভারত সফর করেন। সেটির সুষ্ঠু ব্যবস্থাপনা আগে নিশ্চিত করা জরুরি।’

১৫ফেব্রুয়ারি/ডিএম/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...