সোমবার, ০৩ Jun ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

এবার একুশে পদক পেলেন যারা

এবার একুশে পদক পেলেন যারা

সীমান্তবাংলা ডেক্স : একুশে পদক ২০২১ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে তাদের নাম ঘোষণা করে বাং!লা একাডেমি।

ভাষা আন্দোলনে অবদানের জন্য এবার পদক পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামসুল হক (মরণোত্তর), আফসার উদ্দিন আহমেদ (মরণোত্তর)।

সঙ্গীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা। নাটকে আহমেদ ইকবাল হায়দার। চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দি জাকী। আবৃত্তিতে ভাস্বর বন্দোপাধ্যায়। আলোকচিত্রে পাভেল রহমান।

এ ছাড়া মুক্তিযুদ্ধে গোলাম হাসনাইন, ফজলুল রহমান খান ফারুক ও সৈয়দ ইসাবেলা (মরণোত্তর), সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায়

বেগম মাহফুজা খানম; ভাষা ও সাহিত্যে বুলবুল চৌধুরী, গোলাম মুরশিদ, কবি কাজী রোজী, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান এবং অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল।

এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© কপিরাইট ২০২৪ সীমান্ত বাংলা
Design & Developed by Ecare Solutions